BRAKING NEWS

ছুটি চাওয়ায় মহিলা কর্মীর গায়ে গরম ডাল ঢেলে বর্বরোচিত নির্যাতন হোটেল মালিকের

RAPE VICTIMSনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগষ্ট৷৷ রাজধানী আগরতলা শহরের পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় একটি হোটেলর মহিলা কর্মীকে ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার অনুমতি চাওয়ায় হোটেল মালিক ও তার স্ত্রী ওই মহিলা হোটেল কর্মীর গায়ে গরম ডাল ঢেলে দিয়েছে৷ ঘটনা ধামাচাপা দিয়ে ঘুম পাড়ানোর ইনজেকশন পুশ করে অসুস্থ বলে জানিয়ে মহিলাকে সুভাষনগরস্থিত তার বোনের বাড়িতে পৌঁছে দিয়ে চলে আসেন হোটেল মালিক৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, মোটরস্ট্যান্ড এলাকায় রাজ হোটেলের কর্মী স্বপ্ণা দাস৷ বাড়ি সুভাষ নগর এলাকায়৷ মহিলা তার বোনের বাড়িতে থাকত৷ গত একবছর ধরে ঐ হোটেলে কাজ করছেন তিনি৷ ওই মহিলা হোটের কর্মী মঙ্গলবার সকালে মনসা পুজা উপলক্ষে ছুটি নিয়ে বাড়িতে যাবার জন্য হোটেল মালিক সুধাংশু দত্তের কাছে অনুমতি চেয়েছিলেন৷ কিন্তু, তাকে ছুটি দিতে রাজী হয়নি হোটেল মালিক৷ এনিয়ে সামান্য বাকবিতন্ডা হয়৷ এরই জেরে হোটেল মালিক পাষন্ড সুধাংশু দত্ত ও তার স্ত্রী মিলে মহিলা হোটেল কর্মী স্বপ্ণা দাসের গায়ে গরম ডাল ঢেলে দেয়৷ তাতে তার শরীরের পেছনের অংশ ঝলসে যায়৷ যন্ত্রণায় ছটফট করছিল ওই মহিলা হোটেল কর্মী৷ অবস্থা বেগতিক দেখে হোটেল মালিক মহিলাকে ঘুমের ইনজেকশন পুশ করে অচৈতন্য করে কিছুক্ষণ ঘুম পারিয়ে রাখে৷ তারপর মহিলাকে অচৈতন্য অবস্থাতেই সুভাষনগরস্থিত তার বোনের বাড়িতে নিয়ে যায়৷ মহিলা অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়ে বড় বোনের বাড়িতে তাকে দিয়ে যায়৷ প্রায় চবিবশ ঘন্টা পর বুধবার সকালে ওই মহিলা হোটেল কর্মীর ঘুম ভাঙ্গে৷ ঘুম থেকে উঠেই যন্ত্রণায় ছটফট করতে থাকা মহিলা তার বড় বোন পারমিতা দাসকে ঘটনা জানায়৷ এরপরই বিষয়টি পূর্ব মহিলা থানার পুলিশকে জানানো হয়৷ মহিলা পুলিশ স্বপ্ণা দাসকে চিকিৎসার জন্য জি বি হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে মহিলা জি বি হাসপাতালে ভর্তি৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ যদিও খবর লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্ত হোটেল মালিক সুধাংশু দত্ত ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেনি৷
রাজধানী আগরতলা শহরের একাংশ হোটেলে যৌন ব্যভিচার সহ নানা অসামাজিক কার্যকলাপ প্রতিনিয়তই ঘটে চলেছে৷ হোটেলগুলিতে পুলিশ নিয়মিত নজরদারী রাখার কথা থাকলেও কার্যত এসব কিছুই করা হচ্ছে না৷ অভিযোগ থানা পুলিশ হোটেলগুলি থেকে নিয়মিত মাসোয়ারা আদায় করে চলেছে৷ সে কারণেই হোটেলগুলিতে নজরদারী রাখা হচ্ছে না৷ সেই সুযোগকে কাজে লাগিয়েই যোন ব্যভিচার সহ নানা অসামাজিক কার্যকলাপ সংগঠিত করা হচ্ছে৷ গোটা দেশেই আইএস’র কার্যকলাপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যখন রীতিমতো উদ্বিগ্ণ তখনও সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে হোটেল রেস্তোরায় পুলিশের নজরদারী নেই বললেই চলে৷ এই সুযোগকে কাজে লাগিয়ে যেকোন সময় বড় ধরনের অঘটন ঘটালে অবাক হওয়ার কিছুই থাকবে না৷
এদিকে, মহিলা কর্মীকে ছুটি চাওয়ার দায়ে গায়ে গরম ডাল ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এব্যাপারে আগরতলা পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ অবশ্য এখনো পর্যন্ত হোটেল মালিককে গ্রেপ্তার করতে পারেনি৷ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে হোটেল মালিককে গ্রেপ্তারের দাবিতে পূর্ব মহিলা থানায় ডেপুটেশন প্রদান করেছে বিজেপি’র নারী সংগঠন মহিলা মোর্চা৷ নারী নেত্রী কল্যাণী রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল পূর্ব মহিলা থানায় ডেপুটেশনে মিলিত হয়ে হোটেল মালিককে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *