BRAKING NEWS

দেশের ৭০তম স্বাধীনতা দিবসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.) : দেশের ৭০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তিনি স্পষ্ট ভাষায় পাকিস্তানকেই সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্যে দায়ী করেছেন| রবিবার

রবিবার লালকেল্লা থেকে  দেশের ৭০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
রবিবার লালকেল্লা থেকে দেশের ৭০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

লালকেল্লা থেকে দেশের ৭০তম স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে তিনি সাফ জানিয়েছেন, কোনও অবস্থাতেই ভারতের মাটিতে জঙ্গি কার্যকলাপকে বরদাস্ত করা হবে না| সন্ত্রাসবাদ ইসু্যতে পাকিস্তানকে একহাত নিয়ে বলেন, সন্ত্রাসবাদের কাছে ভারত কখনও মাথা নত করবে না| ভারতের মতো দেশে হিংসার কোনও জায়গা নেই বলেও প্রধানমন্ত্রী মোদী বলেন|
তবে তিনি আজ বালুচিস্তান, গিলগিট ও পাক অধিকৃত কাশ্মীরের মানুষদের কথা উল্লেখ করে বলেন, তাঁরা গত কয়েকদিন ধরে তাঁকে যেভাবে ধন্যবাদ জানিয়েছেন, তাতে তিনি কৃতজ্ঞ| তিনি এও বলেছেন, সারা দুনিয়া দেখছে কীভাবে এই সমস্ত অঞ্চলের মানুষদের প্রতি নিষ্ঠুরতা চালাচ্ছে পাকিস্তান| অবিলম্বে পাকিস্তানকে এর জবাব দিতে হবে|
এদিন তঁার ভাষণে পাকিস্তানের কড়া ভাষায় নিন্দা করে বলেন, ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র যেভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমর্থন করছে, তা নিন্দনীয়| অথচ ভারত কিন্তু পেশোয়ারের স্কুলে জঙ্গি হামলার কড়া নিন্দা করেছিল|
এছাড়াও স্বাধীনতা দিবসের বক্তৃতায় তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর সরকারের লক্ষ্য এক ভারত, শ্রেষ্ঠ ভারত গড়ার| দুর্নীতি মোকাবিলায়ও তাঁর সরকার বদ্ধপরিকর বলে দাবি করেন প্রধানমন্ত্রী মোদী| স্বচ্ছতাই কেন্দ্রের মূল মন্ত্র| তিনি বলেন, দলিত, আদিবাসী সবাই আমরা এক পরিবারের, আমাদের পরিবারের নাম ভারত| প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে হবে বলে ভাষণে জানান তিনি| আগের সরকারের বিরুদ্ধে তোপ দেগে মোদীর দাবি, যেকোনও দায়িত্বশীল সরকারই দেশে বদল আনতে পারে| আগে সরকারের বিরুদ্ধে শুধুই অভিযোগ উঠত| এখন মানুষ অনেক খুশি, আশাবাদী| আগামী ২০২২-র মধ্যে দেশের চাষিদের আয় দ্বিগুন করার লক্ষ্য রয়েছে সরকারের বলেও জানান মোদী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *