BRAKING NEWS

ধনীদের উচিত বেশি সন্তানের জন্ম দেওয়া ঃ চন্দ্রবাবু নাইডু

বেঙ্কাইয়া নাইডু
বেঙ্কাইয়া নাইডু

অমরাবতী, ১৮ জুন (হি.স.): বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু| ইউনিসেফ ও রাজ্য সরকারের উদ্যোগে শিশুদের লালন পালন সংক্রান্ত কর্মসূচি চলছে| এমনই সময় বিজয়ওয়াড়ায় অনুষ্ঠিত একটি সিম্পোজিয়ামে অংশ নিয়ে চন্দ্রবাবু নাইডু বলেছেন, ধনী ব্যক্তিরা বেশি সংখ্যক সন্তানের জন্ম দিক| অন্ধ্রের মুখ্যমন্ত্রীর কথায়, এক সন্তান কর্মসূচিতে রাজ্যে জনসংখ্যার ঘাটতি হচ্ছে| এটা ঠিক নয়| আর গরিব পরিবারে বেশি সন্তান হচ্ছে| এটাও ঠিক নয়| কারণ তারা ঠিকমতো সন্তান লালন পালন করতে পারবেন না| ধনীদের উচিত বেশি সন্তানের জন্ম দেওয়া|
চন্দ্রবাবু নাইডুর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে সংশ্লিষ্ট মহল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *