নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ বিশালগড় থানাধীন মধুপুরে পথ দুর্ঘটনায় তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের মধ্যে দুজনকে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ শিশু দেববর্মা নামে এক যুবকের অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ সংবাদ সূত্রে জানা যায়, মধুপুর থেকে একটি অটো রিক্সা অতিরিক্ত যাত্রী নিয়ে সেকেরকোটের দিকে আসছিল৷ অটোতে তিনজন যাত্রী পরিবহনের কথা থাকলেও ঐ অটোতে নয়জন যাত্রী পরিবহন করা হচ্ছিল৷ অটোটি অতিরিক্ত যাত্রী নিয়ে মধুপুর হাসপাতাল সংলগ্ণ এলাকায় বাঁক নেওয়ার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ তখনই অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়৷ প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর পাঠান৷ দমকল বাহিনী এসে আহতদের উদ্ধার করে প্রথমে মধুপুর হাসপাতালে নিয়ে যান৷ তাদের মধ্যে দুজনকে মধুপুর হাসপাতালে চিকিৎসা চলেছে৷ অপর একজনকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে৷ দুর্ঘটনার পর অটোর চালক পালিয়ে যায়৷ বিশালগড় থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অটো চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷
2016-06-15