নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ঃ মধ্যশিক্ষা পর্ষদের ফলাফলে গড়মিলের পরিপ্রেক্ষিতে পাঁচ দফা দাবী নিয়ে মধ্যশিক্ষা

পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির দেবের কাছে স্মারক দিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্মচারী সমিতি৷ মঙ্গলবার সমিতির এক প্রতিনিধি দল সভাপতির সাথে অফিসেই সাক্ষাৎ করেছেন৷ সমিতির পক্ষ থেকে প্রদেয় দাবী সনদে যেসব দাবী সেগুলির মধ্যে রয়েছে, ম্যাঙ্গোত্রা কমিটির সুপারিশ অনুযায়ী পরিকাঠামো গঠন করে ২০১৮ সাল থেকে পর্ষদে পরীক্ষা সংক্রান্ত সমস্ত কাজ করতে হবে৷ পর্ষদ অফিসে কম্পিউটার প্রোগ্রামার, ডাটা এন্ট্রি অপারেটার সহ বেশ কিছু কর্মী আছে যাদের দিয়ে পরীক্ষার ফলাফল সংক্রান্ত কাজ করানো যেতে পারে৷ প্রয়োজনে তাদের উন্নত ধরনের প্রশিক্ষণ্য করিয়ে আনা যেতে পারে৷ এছাড়াও বিশেষ প্রয়োজনে একজন সিস্টেম অ্যানাস্টি নিয়োগ করে ফলাফল সংক্রান্ত সমস্ত প্রক্রিয়াটাই ত্রিপুরাতে করা হোক৷ পর্ষদকে সুচারুভাবে পরিচালনা করার জন্য যে সকল পদগুলি এখনও খালি পড়ে আছে সেগুলি পূরণ, পরীক্ষার মাধ্যমে পর্ষদ যাদেরকে নিয়োগ করেছে তাদের অবিলম্বে নিয়মিতকরণ এবং যেইসব শূন্যপদে প্রমোশন দীর্ঘদিন পর্ষদে আটকে আছে প্রমোশনের মাধ্যমে সেগুলি পূরণ করতে হবে৷
সমিতির পক্ষ থেকে সভাপতিকে জানানো হয়েছে, প্রয়োজানে সভাপতি যেন উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অবিলম্বে উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে৷ যাতে ভবিষ্যতে কোন অনভিপ্রেত ঘটনার সম্মুখিন হতে না হয়৷ এদিন সমিতির প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি সন্তোষ সাহা, সম্পাদক অমিত চৌধুরী, সহ সভাপতি সুখময় দেববর্মা প্রমুখ৷