দুটি ঈগল ছানা উদ্ধার আঠারমুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া,১৪ জুন৷৷ আঠারমুড়া পাহাড় এরাজ্যে থেকে লুপ্ত প্রায় ঈগল পাখির দুইটি ছানা ধরা পড়ল তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের তথা আঠারমুড়া পাহাড়ে বসবাসকারী এক উপজাতির হাতে৷
সংবাদে জানা গিয়েছে বিগত বছর দশেক পূর্বে আঠারমুড়া পাহাড়ের জঙ্গলে ঈগল পাখির আনাগোনা লক্ষ্য করা যেত৷ বর্তমানে আঠারমুড়া পাহাড়ে দৈত্যকার গাছের সংখ্যা হ্রাস পাওয়ার ফলে ঈগল পাখিদের মতো বড় আকারের পাখির সংখ্যা তুলনা মূলক নেই বললেই চলে৷ বর্তমানে ওই ধরনের বড় আকারের পাখিরা লুপ্ত প্রায়৷ বিগত এক মাস পূর্বে চামলছড়ার যুবক অভিমন্য দেববর্মা আঠারমুড়া পাহাড়ে লাকড়ি কুড়ানো জন্যে যায়৷ সে সময় দেখতে পায় গাছে একটি গর্তে দুইটি ঈগলের ছানা রয়েছে৷ দুইটি ঈগল ছানার মধ্যে একটি ছানা পায়ে চুট লেগেছে বলে তিনি জানান৷ পরে দুইটি ঈগল ছানাকে বাড়ী নিয়ে এসে লালন পালন করতে থাকে৷