নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ জুন৷৷ ভর্তুকি সহ ৬৫০ টাকা দিয়ে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়েছেন? কপাল মন্দ থাকলে কিছু পরিমান জল ও পেয়ে যেতে পারেন মুফতে৷ মঙ্গলবার শ্রীমা গ্যাস এজেন্সির এক গ্রাহক সিলিন্ডার নিয়ে হাজির হয়েছিলেন কাউন্টারে৷ তাকে সিলিন্ডারে কি পরিমান জল রয়েছে তা পরিমাপের জন্য পাঠানো হল এজেন্সির চিরাকুটিস্থিত গোডাউনে৷ ওজনে জানা গেল ৪কেজি জল রয়েছে৷ সিলিন্ডারে ১৪৫ কেজি গ্যাস থাকে জল ৪কেজি বাদ দিয়ে ১০৫ কেজি গ্যাস গ্রাহক পুড়েছেন৷ তাই ৫০০ টাকা জমা দিয়ে তবেই ভর্ত্তি সিলিন্ডার পেলেন ভাগ্যবান গ্রাহক৷ অথচ সেই গ্রাহকের সিলিন্ডার সমস্যার কারনে চুল্লি নষ্ট হওয়ায় নতুন চুল্লি, পাইপ কিনতে হয়েছে৷ বাড়ি থেকে এজেন্সি, এজেন্সি থেকে চিরাকুটিস্থিত গোডাউনে সিলিন্ডার নিয়ে যাতায়াতের ভাড়াও গুনতে হল৷ এভাবেই প্রতিনিয়ত গ্রাহকরা প্রতারিত হচ্ছেন৷ এসব কারনে যদি কোনও দুর্ঘটনা ঘটে তবে এর দায় কি শ্রীমা গ্যাস এজেন্সি নেবে? যেহেতু কোনও প্রতিকার হবেনা, এজেন্সির মালিক কমরেড তপন ভট্টাচার্য তার একচেটিয়া বাণিজ্য চালিয়ে যাবেন তাই প্রতারিত গ্রাহক সাক্ষাৎকায় দিতে রাজি হননি৷
2016-06-15