নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ আগরতলা পশ্চিম থানার পুলিশ এক প্রতারক মহিলাকে আটক করেছে৷ ঐ মহিলার নাম কৃপারাণি দেববর্মা৷ বাড়ি বিশ্রামগঞ্জের গুলিরাই পাড়ায়৷ ঐ মহিলার সপরিবারে আগরতলার কৃষ্ণনগরের নিউ বয়েজ ক্লাব সংলগ্ণ এলাকায় গত প্রায় ১৫ বছর ধরে ভাড়া বাড়িতে থাকে৷ মহিলার এক কন্যাও রয়েছে৷ মা মেয়ে মিলে প্রতারণার ব্যবসায় হাত পাকিয়েছে৷ তারা কর্ণেল চৌমুহনী এলাকায় কম করেও ৩৫ জনের কাছ থেকে ১২-১৩ লাখ টাকা আদায় করে নিয়েছে৷ এব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা গ্রহণ করে৷ অভিযান চালিয়ে মাকে আটক করা সম্ভব হলেও মেয়েকে আটক করতে পারেনি পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷
2016-06-15