BRAKING NEWS

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম তিনজন

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ রামনগর এলাকায় বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় দুই মহিলা আহত হয়েছেন৷ আহতদের মধ্যে একজনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ রামনগর তিন নম্বর রোডের প্রবেশ মুখে একটি রিক্সাকে একটি দ্রুতগামী বাইক ধাক্কা দেয়৷ তাতে রিক্সার দুই মহিলা যাত্রী ছিটকে পণে গুরুতরভাবে আহত হন৷ আহতরা হলেন করবি রায় ও নিবেদিতা রায়৷ তারা ধলেশ্বর থেকে রিক্সা করে রামনগর নিজ বাড়িতে ফিরছিলেন৷
রামনগর তিন নং রোডের প্রবেশমুখে দ্রুতগামী মোটর বাইক রিক্সাকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে৷ আহত মহিলাদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে তারা চিকিৎসাধীন৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ বাইকটি আটক করেছে পুলিশ৷
এইদকে, খোয়াই, তেলিয়ামুড়া সড়কে প্রতিদিন দুর্ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ কল্যাণপুর এলাকায় প্রতিদিন সন্ধ্যা নামতেই মোটর বাইক নিয়ে রাস্তায় নেমে পড়ে৷ বুধবার সন্ধ্যায় টিআর০২-এফ-৫৩৫০ বাইকটি নিয়ে এক পুলিশ কর্মী বাড়ি উদয়পুর এলাকায়৷ নিজের বাড়ি থেকে খোয়াই যাচ্ছিল৷ জানা গেছে, খোয়াইয়ে চাকুরি করে প্রসেনজিৎ দেববর্মা নামে যুবক৷ প্রত্যক্ষদর্শীরা জানায় বাইকটির গতি ছিল প্রচন্ড৷ এদিকে এলাকার বাসিন্দা বিষ্ণুপদ ঘোষ নিজের কাজ শেষ করে গাড়ি করে বাড়ি ফিরছিল৷ বিষ্ণুবাবু গাড়ি থেকে নেমে যখন রাস্তা পারাপার হচ্ছিল তখন সময় দ্রুতগামী বাইকটি এসে ধাক্কা মারে৷ বাইক চালক হতভম্ব হয়ে বিষ্ণুবাবুকে ধাক্কা মারে৷ রাস্তার পাশে থাকা একই এলাকার যুবক অসীম দেব তাকেও ধাক্কা মারে৷ পথ চলতি লোকেরা দুজনকে নিয়ে আসে কল্যাণপুর হাসপাতালে৷ বিষ্ণুবাবু পা ভেঙ্গে যায় এবং যুবকের মাথায় আঘাত লাগার কারণে জিবিতে রেফার করে দুজনকে৷ পুলিশ বাইক সহ বাইক চালককে নিয়ে আসে থানায়৷ সন্ধ্যা রাতে দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *