নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ভাগ্ণের ছুরিকাঘাতে আহত হয়েছিলেন মামা৷ এই অপরাধে শুক্রবার হান্নান মিয়া মৈশান নামের ভাগ্ণের সাজা ঘোষণা করল সোনামুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত৷ বিচারক শুভাশিষ শর্মা রায় ৩২৬ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড, দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের সাজা ঘোষণা করেন অভিযুক্তের বিরুদ্ধে৷ ২০১২ সালের জুন মাসের ১ তারিখ ঘটনাটি ঘটেছিল সোনামুড়া থানাধীন খেদাবাড়ি এলাকায়৷ আক্রান্ত সামসুল হকের ভাই মুকলেস মিয়া সোনামুড়া থানায় মামলা করেছিলেন হান্নান মিয়া মৈশানের বিরুদ্ধে৷ মামলাটির তদন্তকারী অফিসার ছিলেন এসআই প্রদীপ কুমার শীল৷
2016-03-19
