BRAKING NEWS

কৈলাসহর আরজিএম হাসপাতালের চিকিৎসা পরিষেবা লাটে, হেলদোল নেই প্রশাসনের

Healthনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ মার্চ৷৷ কৈলাসহর আর জি এম জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা একেবারে লাটে৷ প্রয়োজনিয় চিকিৎসক সহ হাসপাতালের আসবার পথের প্রচন্ড আঘাত রয়েছে৷ জেলা হাসপাতাল হিসাবে যে সবপরিবার কথা জনসাধারনের সেই সুবিধা পাছেন না যার ফলে কৈলাসহর তথা ঊনকোটি জেলার প্রায় জনসাধারন আগরতলায় এবং পাশ্ববর্তী আসাম রাজ্য৷ চিকিৎসার জন্য যেতে হচ্ছে৷ রাজ্যের দীর্ঘ দিনের স্বাস্থ্য মন্ত্রীর নিজ এলাকার জেলা হাসপাতালের এই বেহাল অবস্থা মেনে নিতে পারছেন না জনসাধারন৷ প্রয়োজনিয় চিকিৎসক নেই৷ প্রয়োজনিয় সব বিভাগের চিকিৎসক কম করে দুইজন থাকার কথা, সেই যায়গায় সব বিভাগের দুইজন চিকিৎসক নেই৷ যার ফলে একজন চিকিৎসক রয়েছে কোন কোন বিভাগের৷ সরকারী কোন কাজে বা প্রয়োজনে দুটিতে জেলার বাহিরে গেলে ঐ চিকিৎসক আর পাওয়া যায় না৷ যার ফলে পারিষেবা পাবার জন্য রুগিরা দোড়ঝাপ শেষ করেন৷ এই অবস্থা প্রায় দিন লক্ষ করা যায়৷ কয়েকজন চিকিৎসক রয়েছে যারা বহুবছর ধরে এই হাসপাতালে রয়েছে৷ তাদেরকে এত আর্শীবাদ যে কে করচেন তা বোঝা মুসকিল৷ চেম্বারে রুগিদেকতে তারা ব্যস্থ৷ সকাল বিকাল চেম্বারে বসে রয়েছেন৷ কিন্তু হাসপাতালে কোন মারাত্ব অসুস্থ রুগি আশিলে দের -দুই ঘন্টা পর ঐ বিভাগে চিকিৎসক রুগি দেখতে আসেন৷ এরপূর্বে কর্মরত যে চিকিৎসক রয়েছেন তিনি, একটি সেলাই বা সামান্য ঔষধ দিয়ে বেডে ঘুমপাড়িয়ে রাখেন এমন অবস্থা প্রায় দিন জনসাধারনের নজরে পড়ে৷ যার ফলে কোন কোন দিন রুগির আত্ময়দের মধ্যে চিকিৎসকে জিজ্ঞাসা হয় তার খবর পাওয়া হয়৷ ভাল ভাল চিকিৎসক আসিলে তারা বেশি দিন কৈলাসহর বাসিকে পরিষেবা দিতে পাড়েন না৷ তাদের বদলি করা হয়৷ যার ফলে কৈলাসহর মধ্যে মধ্যে দেখা যায় কিছু মানুষের সহযোগিতায় শিলচরে বড় বড় চিকিৎসক পরিষেবা দিতে আসছেন৷ এসব অবস্থা কৈলাসহরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *