BRAKING NEWS

জেএনইউ কাণ্ডকে সামনে রেখে পথচলা শুরু বাম-কংগ্রেস অঘোষিত জোটের

CONGWESTBANGALCPIMকলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে `ওয়ার্মআপ’ শুরু করে দিল বাম-কংগ্রেস অঘোষিত জোট| দিল্লির জেএনইউ কাণ্ডের প্রতিবাদে সোমবার কলকাতার এক প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গেল রাজ্য কংগ্রেস ও বাম নেতাদের|
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাম ও কংগ্রেসদের জোট নিয়ে জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে| রাজ্য বামফ্রন্ট ও সিপিএমের রাজ্য নেতৃত্ব জোটের পক্ষে দলের অন্দরে জোর সাওয়াল করেছেন| তা সত্ত্বেও এখনও পর্যন্ত তঁাদের জোট নিয়ে কেন্দ্রীয় স্তরে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি| অন্যদিকে প্রদেশ কংগ্রেসের একাংশ এই জোটের পক্ষে সাওয়াল করতে দিল্লিতে গিয়েছিলেন| এই বিষয়ে দলের সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহ সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে আলোচনাও করেছেন| কংগ্রেসের জাতীয় স্তরের নেতৃত্ব এই জোটের ব্যাপারে এখনও একমত হতে পারেননি| কিন্তু এরাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসকে উত্খাত করতে আদা-জল খেয়ে নামল বাম-কংগ্রেস অঘোষিত জোট| দুই দলের উচ্চস্তরের নেতৃত্ব যাই বলুক না কেন তঁারা এখন থেকে জোট ভাবনায় হাতে হাত ধরে পুরনো রাগ ভুলে এক পায়ে চলা শুরু করেছেন| তঁারই এক নজির দেখা গেল এদিনের প্রতিবাদ মিছিলে|
এদিন বিকেলে কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলটিকে কার্যত বাম -কংগ্রেসের মিছিলই বলা চলে | কারণ দিল্লিতে বিজেপি নেতেৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আচরণের বিরুদ্ধে এই মিছিল ডাকা হলেও রাজ্য ক্ষমতাশীল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও একই রকম ভাবে মুখ খুলতে দেখা গেল বাম ও কংগ্রেসের নেতাদের | প্রসঙ্গত, জেএনইউ-তে এক সভায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠেছে | এই অভিযোগে সেখানকার ছাত্রনেতা কানাইয়া কুমারকে গ্রেফতার করে পুলিশ | এদিনের মিছিলেন সকলের গলায় শোনা গিয়েছে কেন্দ্রের মোদী সরকারের পাশাপাশি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারেরও সমালোচনা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *