ডিব্রুগড় (অসম), ০৩ জানুয়ারি, (হি.স.) : পিকনিকে গিয়ে আর সশরীরে বাড়ি ফেরা হল না পাঁচজনের| গতকাল বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিন পরিবারের এক শিশুসহ পাঁচজনের মৃতু্যর খবরে জেলায় শোকের বন্যা বইছে| জানা গেছে, শুক্রবার প্রতিবেশি রাজ্য অরুণাচল প্রদেশের মায়োডিয়ারে রাজীব ভরালি, বিমান ফুকন ও শশাঙ্ক শইকিয়াররা তাঁদের স্ত্রী-সন্তানদের নিয়ে পিকনিকে গিয়েছিলেন| পিকনিক পর্ব শেষ করে শনিবার ফেরার পথে বিকেল প্রায় তিনটে নাগাদ রোয়িং-তিওয়ারিগাঁও অঞ্চলের পাহাড়ি এলাকায় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে তাঁদের ইনোভা গাড়ি থেকে নামেন তাঁরা| একসময় পাহাড়ি রাস্তার কিনারায় চলে আসলে মাটি ধসে প্রায় ১০০ মিটার খাদে পড়ে যান সকলে| এতে রাজীব ভরালি, বিমান ফুকন, তাঁর স্ত্রী মঞ্জুরিমা ফুকন, তাঁদের এক অর্পিতা (৪) এবং শশাঙ্ক শইকিয়ার মর্মান্তিক মৃতু্য হয়| এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের মৃতদেহ উদ্ধার হয়নি| গুরুতর আহত অবস্থায় রাজীব ভরালির দুই পুত্র কৃষাণাদিত্য (১০) ও জ্যোতি আদিত্য (১০), গাড়ির ড্রাইভার দিলেন কছাড়ি এবং বিমান ফুকনের কন্যা অঙ্কিতা (১৪)-কে ডিব্রুগড়ের শংকরদেব হাসপাতালে ভর্তি করা হয়েছে| নিহত রাজীব ভরালি ডিব্রুগড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন| তাঁর মৃতু্যতে জেলা ও প্রদেশ কংগ্রেস শোক ব্যক্ত করেছে| এদিকে বিমান ফুকন ছিলেন মরান হায়ার সেকেন্ডারি স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন| তাঁর মৃতু্যতেও তাঁর পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে| এই দুর্ঘটনায় অকালে তিন তিনটি পরিবারের ওপর কালো ছায়া নেমে আসায় সর্বস্তরের মানুষ সহানুভূতি প্রকাশ করছেন| এরই পরিপ্রেক্ষিতে অযথা ফুর্তি-আমোদে মশগুল হয়ে নিজের এবং পরিবারবর্গের ওপর দুর্যোগ না আনতে নবপ্রজন্মের কাছে নিহত শশাঙ্কের শোকাতুর বৃদ্ধ বাবার আর্জি জানিয়েছেন|
2016-01-03