BRAKING NEWS

খোয়াইয়ে উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় সম্মেলন শুরু ১১ই

tyfনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ উপজাতি যুব ফেডারেশনের তিনদিনের ১৫তম কেন্দ্রীয় সম্মেলন আগামী ১১ জানুয়ারী থেকে খোয়াইতে অনুষ্ঠিত হবে৷ এই সম্মেলনে সংগঠনের প্রায় ৬১০ জন প্রতিনিধি এবং ২ লক্ষ ২৫ হাজার ৪২৪ জন সদস্য অংশ নেবেন৷ ১১ জানুয়ারী খোয়াই দ্বাদশ শ্রেণী সুকল মাঠে দুপুর দুইটায় মুখ্যমন্ত্রী মানিক সরকার সম্মেলনের উদ্বোধন করবেন৷ উদ্বোধনী মঞ্চে সারা ভারত উপজাতি যুব ফেডারেশনের সভাপতি এম বি রাজেশ সহ ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ’র রাজ্য নেতৃত্বরাও উপস্থিত থাকবেন৷ সোমবার সাংবাদিক সম্মেলনে একথা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক অমলেন্দু দেববর্মা৷ এদিন তিনি আরো জানিয়েছেন, প্রতিনিধিদের মধ্যে ১২৪ জন মহিলা রয়েছেন৷
তিনি আরো জানিয়েছেন, ১২ জানুয়ারী গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া এবং ১৩ জানুয়ারী এডিসি’র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা অংশ নেবেন৷ অমলেন্দুবাবু জানান, সম্মেলনের মূল উদ্দেশ্য হল সংগঠনের সাফল্য এবং ভুল-ত্রুটির পর্যালোচনা করা৷ সংগঠনকে আরো শক্তিশালি কিভাবে করা যাবে সেবিষয়েও সম্মেলনে আলোচনা হবে৷ সর্বোপরি রাজ্যের ঐক্য এবং শান্তি রক্ষায় সংগঠন যাতে আরো বলিষ্ঠ ভূমিকা নিতে পারে সেবিষয়েও সম্মেলনে আলোকপাত হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *