BRAKING NEWS

৫৯ পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট কোচ রবি শাস্ত্রী, শুভেচ্ছা বিসিসিআইয়ের

মুম্বই, ২৭ মে (হি.স.) : ৫৯ পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট কোচ রবি শাস্ত্রী। ইংল্যান্ড সফরের আগে হেড কোচকে শুভেচ্ছার বন্যায় ভাসালেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। নেটিজেন ও ক্রিকেট প্রেমীদের অভিনন্দন বার্তায় পূর্ণ হল শাস্ত্রীর সোশ্যাল মিডিয়া ইনবক্স। সেই সঙ্গে ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলের সাফল্যও আশা করছেন অনেকে।
ক্রিকেটারদের শুভেচ্ছা ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে মুম্বইয়ের হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। হোটেলের জিমেই বা ঘরে গা ঘামাচ্ছেন বিরাট কোহলি থেকে রোহিত শর্মা। সেই অবস্থাতেই দলের অন্যতম স্তম্ভ তথা হেড কোচ রবি শাস্ত্রীকে তাঁর ৫৯তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, ইশান্ত শর্মা সহ অন্যান্যরা।
রবি শাস্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআইও। ১৯৮৩-এর বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য তথা দেশের হয়ে ২৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬৯৩৮ রান ও ২৮০টি উইকেটের মালিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উইকেটরক্ষক দীনেশ কার্তিক ও প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর। শুভেচ্ছার বন্যায় নিজেদের ভাসিয়ে দিয়েছেন নেটিজেনরাও।
২০১৭ সাল থেকে লাগাতার টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে রয়েছেন রবি শাস্ত্রী। তাঁর অভিভাবকত্বে ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে দুই বার টেস্ট সিরিজ জিতেছে ভারত। ঘরের মাঠে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় কোচ শাস্ত্রীর সাফল্যের তালিকায় অন্তর্ভূক্ত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রবি শাস্ত্রীর কোচিংয়েই প্রথমবার অনুষ্ঠিত হওয়া আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। আগামী ১৮ জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। খেতাব জিততে পারলে গোটা দলের সঙ্গে রবি শাস্ত্রীর নামও ইতিহাসে লেখা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *