মুম্বই, ১৫ ডিসেম্বর (হি.স.) : সরকারের উচিত রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারী ধারায় মামলা দায়ের করা বলে জানিয়েছেন কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের নাতি রঞ্জিত সাভারকর।
রবিবার রঞ্জিত সাভারকর জানিয়েছেন, দেশকে ভাঙার চেষ্টা করা হয়েছে। দেশনায়কদের সম্মান না করলে তরুণ প্রজন্ম আদর্শচ্যূত হয়ে পড়বে। যে দেশের আদর্শ নেই, তার ভবিষ্যতও নেই। তাঁর(রাহুল গান্ধী) বিরুদ্ধে সরকারের উচিত ফৌজদারী ধারায় মামলা দায়ের করা।
গান্ধী পরিবারের মানসিকতা যে এই রকমই, রবিবার তা মনে করিয়ে দিয়ে রঞ্জিত সাভারকর জানিয়েছেন, শিবাজি মহারাজকে লুটেরা বলেছিলেন জওহরলাল নেহেরু। পরে জনরোষের চাপে পড়ে ক্ষমা চেয়েছিলেন। রাহুল গান্ধীর নিজের পূর্ব পুরুষ করে যাওয়া ভুলকে পুনরাবৃত্তি করেছেন। বিনায়ক দামোদর সাভারকরের আত্মত্যাগের কাহিনী তুলে ধরে তিনি জানিয়েছেন, সাভারকর ১৪ বছর জেলে ছিলেন। পরে আরও ১৩ বছর গৃহবন্দি।
অন্যদিকে, নেহেরু ১৯৫০ সাল পর্যন্ত পঞ্চম জর্জকে ভারতের সম্রাট বলে মান্য করতেন। শিবসেনাকে উদ্দেশ্য করে তিনি জানিয়েছেন সমস্ত কংগ্রেস মন্ত্রীদের রাজ্য মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া উচিত। তেলেঙ্গানা ধর্ষণকাণ্ড এবং উন্নাওতে ধর্ষিতাকে পুড়িয়ে মারার ঘটনার পর ভারতকে রেপ-ইন্ডিয়া বলে অভিহিত করেছিলেন রাহুল গান্ধী। বিষয়টি নিয়ে শুক্রবার সরব হয়েছিলেন বিজেপি সাংসদেরা। তাঁরা ওয়ানাডের সাংসদকে ক্ষমা চাইতে বলেছিলেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল গান্ধী ভারত বাঁচাও সমাবেশে বলেছিলেন, ‘সত্যি কথা বলার জন্য ক্ষমা চাইব না। আমার নাম রাহুল সাভরকর নয়। রাহুল গান্ধী।’