দলের গাড়ী চালকের উপর সিপিএম ক্যাডার হামলার প্রতিবাদে দূর্গাচৌমুহনীতে পথ অবরোধ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ দলীয় কাজ সেরে ফেরার পথে বিটারবন এলাকায় বিজেপির এক গাড়ি চালককে

দুর্গাচৌমুহনীতে বিজেপি কর্মী সমর্থকদের পথ অবরোধ রবিবার সন্ধ্যায়৷ ছবি নিজস্ব৷

মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের ক্যাডারদের বিরুদ্ধে৷ এই ঘটনায় বিজেপির তরফে রামনগর ফাঁড়িতে ডেপুটেশান প্রদান করা হয়েছে৷ একই সাথে দূর্গাচৌমুহনীতে এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করেছেন৷ অবশেষে রামনগর ফাঁড়িতে একটি মামলা দায়ের করা হয়েছে৷
রবিবার রাতে রামনগর এলাকায় দলীয় কাজ শেষ করে বিজেপির গাড়ি চালক গাড়ি নিয়ে উষাবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ বিটারবন এলাকায় বিজেপির গাড়ি লক্ষ্য করে স্থানীয় শাসক দল সমর্থিত ক্যাডাররা পথ আটকে দাঁড়ায়৷ ঐ গাড়ি চালককে ক্যাডাররা বলেন, এই এলাকা দিয়ে প্রচার করা যাবে না৷ তখন ঐ চালক তাদের জানান, প্রচার নয়, ঊষা বাজারে বাড়ি ফিরছেন তিনি৷ তখনই তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ৷ ঘটনার খবর পেয়েই বিজেপির কর্মী সমর্থকরা দূর্গাচৌমুহনীতে পথ অবরোধ করেন৷ তাদের মধ্যে থেকে এক প্রতিনিধি দল রামনগর ফাঁড়িতে ডেপুটেশান প্রদান করেন৷ অবশেষে রামনগর ফাঁড়ি ঐ ঘটনায় মামলা নিলে অবরোধ প্রত্যাহার করা হয়৷ এদিকে, বিজেপি কর্ম সমর্থকরা জানিয়েছে যদি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে হুশিয়ারী দিয়েছে৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি কর্মীরা শাসক দলের ক্যাডারদের নানা ধরনের হুমকির মুখে পড়ছেন বলে অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *