নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২২ ফেব্রুয়ারী৷৷ বাংলাদেশ পাচারকালে চুরি করা ছয়টি গরু উদ্ধার করল কদমতলা থানা ও ধর্মনগর থানার পুলিশ৷ গত ১৯ ফেব্রুয়ারী অসম ত্রিপুরা সীমান্তের অসমের কাঁঠালতলী অঞ্চলের বালির বন্ধ এলাকা থেকে ছয়টি গরু চুরি হয়৷ তারপর সেই মর্মে গরুগলির মালিকরা স্থানীয় কাঁঠালতলী ওয়াচ পোস্টে একটি চুরির মামলা করলে স্থানীয় অসম পুলিশ ত্রিপুরা অসম সীমান্তের কদমতলা ও চুড়াইবাড়ি থানাকে অবগত করে কুড়ি ফেব্রুয়ারী৷ অবশেষে গতকাল ভারত বাংলা সীমান্ত কদমতার ইছাই ইয়াকুব নগর থেকে দুটি গরু এবং ইছাইর পার থেকে চারটি গরু উদ্ধার করে কদমতলা ও ধর্মনগর থানার পুলিশ৷ এরপর কদমতলা থানার পুলিশ তদন্ত চালিয়ে টিআর-০২-এফ-১৫৬ নম্বরের একটি বুলেরো পিকআপ গাড়ি এবং চালককে আটক করে৷ ধৃত চালক কদমতলা অঞ্চলের ইছাই কাশিমপুরের বাসিন্দা৷ তার নাম বনমালি নাথ (২২)৷ পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায় আসামের কাঁঠালতলী থেকে চুরি করা ছয়টি গরুকে চুড়াইবাড়ি থেকে গাড়ি তিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত ইয়াকুব নগরে নিয়ে গিয়েছিল৷ পুলিশ এই সংক্রান্ত আইনী প্রক্রিয়া শুরু করেছে৷ অপরদিকে ধৃত বুলেরো চালক এবং বুলেরোটিকে আসামের কাঁঠালতলী ওয়াচ পোস্টের পুলিশের কাছে হস্তান্তর করেছে৷ এদিকে কাঁঠালতলী থানার পুলিশ চালক বনমালি নাথ এ গাড়িটিকে করিমগঞ্জ আদালতে প্রেরণ করেছে৷ কাঁঠালতলী থানার পুলিশ জানায় ধৃত চালক স্বীকার করেছে বহুদিন ধরে কাঁঠালতলী এলাকা এবং ত্রিপুরার ইয়াকুব নগরে একটি চোরের দল অসম ও ত্রিপুরা সীমান্তে অসংখ্য গরু চুরি করেছে৷ চোরের সর্দার তথা বুলেরো গাড়ির মালিক ইয়াকুব নগরের সাবু মিয়া৷ পুলিশ তার সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে৷
2017-02-23