নাগাল্যান্ডে নাটক, পরিষদীয় নেতা শুরহোজেলি

কোহিমা (নাগাল্যান্ড), ২০ ফেব্রুয়ারি, (হি.স.) : প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ নেইফিউ রিওর বাড়া ভাতে জল ঢেলে ক্ষমতাসীন ‘ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অব নাগাল্যান্ড’ (ডিএএন)-এর বিধান পরিষদীয় নেতা নির্বাচিত হয়েছেন ৮১ বছরের ড. শুরহোজেলি লেইজেৎসু্কে। আজ সোমবার সকাল এগারোটায় রাজ্য ব্যানকুয়েট হল-এ অনুষ্ঠিত জরুরি বৈঠকে ৪৮ জন বিধায়ক সর্বসম্মতিক্রমে দলপতি নির্বাচিত করে তাঁকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তোলে ধরেছেন। তিনি নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট (এনপিএফ)-এর সভাপতি।
আজ সকাল দশটা এবং এগারোটায় পর্যায়ক্রমে দু-দুটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথমে এনপিএফ-এর পরিষদীয় দল এবং পরে বিজেপি ও নির্দলদের নিয়ে জোট ‘ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অব নাগাল্যান্ড’ (ডিএএন)-এর সঙ্গে অনুষ্ঠিত হয় এই বৈঠক। এতে এনপিএফ-এর ৪৮ জন বিধায়ক ড. শুরহোজেলি লেইজেৎসু্র নামে সিলমোহর সেঁটে দিয়েছেন। ৬০ সদস্যের রাজ্য বিধানসভায় ৪৮ বিধায়ক এনপিএফ, চার বিজেপি এবং বাকি আটজন নির্দল। এনপিএফের ৪৮ বিধায়কের মধ্যে ১৮ থেকে ২০ জন বিধায়কের ধারণা নেইফিউ রিও যদি পরবর্তী মুখ্যমন্ত্রী হন তা হলে এই সরকার বকলমে বিজেপিরই হবে। তাই তাঁরা রাজ্যের ক্ষমতা বিজেপির চলে যাক তা চাইছিলেন না। বিজেপিকে তাঁরা ‘হিন্দুত্বের ধ্বজাধারী’ দল বলেই মনে করেন।
একটি মহলের ধারণা, নেইফিউ রিওকে মুখ্যমন্ত্রীর পদ থেকে দূরে রাখতে দাবার ঘুঁটি সাজাচ্ছে এখানকার প্রভাবশালী চার্চগুলি। এদিকে, বয়সের ভারে ন্যূব্জ নয়া নেতা তথা ভাবি মুখ্যমন্ত্রী ড. শুরহোজেলি লেইজেৎসু্কে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরতে মূল চাবাকাঠি নাড়াচ্ছিলেন বিধানসভার অধ্যক্ষ শতিশু সাজো। তিনিই মূলত নেইফিউ রিওর কাছে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। উল্লেখ্য, নেইফিউ রিও এ মুহূর্তে এনপিএফ-এর বাইরে। তাঁকে ফের দলে নেওয়ার আর্জিকে সরাসরি নাকচ করে দেন সভাপতি শুরহোজেলি লেইজেৎসু্। চার্চপন্থীদের ধারণা, রিওকে পরিষদীয় নেতা নির্বাচন করলে তিনি এনপিএফ-এ ভাঙন ধরিয়ে রাজ্যে বিজেপি সরকার গঠন করে ফেলবেন।
এদিকে বিশেষ সূত্রের খবরে প্রকাশ, ইতিমধ্যে বিক্ষুব্ধ এনপিএফ বিধায়কদের নিয়ে বিজেপিতে শামিল হওয়ার তোড়জোড় চালাচ্ছিলেন সাংসদ রিও। কানে কানে এ খবর এনপিএফ নেতৃত্বের কাছে পৌঁছে যায়। আর বিপত্তি ঘটে সেখানেই। অধ্যক্ষ শতিশু সাজো এবং শুরহোজেলি লেইজেৎসু্র পাতা ছকে শেষ পর্ষন্ত তাঁর কাছের বিধায়করাও সঙ্গ ছেড়ে দেন নেইফিউর। অবশেষে পরিস্থিতি বোঝে নেইফিউ রিও-ও শুরহোজেলি লেইজেৎসু্কে সমর্থন করতে বাধ্য হন বলে খবর।
সূত্রের খবর, আজ সোমবার রাত পর্যন্ত রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্যের কাছে সরকার গঠন করতে দাবি জানাবেন নয়া নেতা শুরহোজেলি লেইজেৎসু্। উল্লেখ্য, রাজ্যপাল আচার্য অরুণাচল প্রদেশের ভারপ্রাপ্ত রাজ্যপাল। আজ অরুণাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু নাগাল্যান্ডের চলমান রাজনীতির জন্য তিনি অরুণাচল প্রদেশে যেতে পারেননি। রয়েছেন কোহিমার রাজভবনে। অরুণাচল প্রদেশে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রমুখ তাবড় নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে নাগাল্যান্ডের রাজনীতিতে প্রবল ঝড় বয়ে আসছিল। প্রায় প্রতিদিনই নাটকীয় পরিবর্তন হচ্ছিল। সম্প্রতি ১৮ ফেব্রুয়ারি অসমের কাজিরঙার একটি রিসোর্টে অনুষ্ঠিত বিক্ষুব্ধ বিধায়কদের বৈঠককে সহজভাবে মেনে নিতে পারেননি শুরহোজেলি লেইজেৎসু্। ওই বৈঠকে নেইফিউ রিওকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী করতে সিংহভাগ বিধায়ক সিল মোহর মেরেছিলেন। কিন্তু নেইফিউকে কোনও ভাবেই চাইছিলেন না শুরহোজেলি লেইজেৎসু্। এর মূল কারণ হিসেবে ব্যাখ্যা, শুরহোজেলি লেইজেৎসু্ এবং নেইফিউ রিও দুজনেই একই ‘আঙ্গামি’ সম্প্রদায়ভুক্ত। দুজনের রাজনৈতিক এলাকাও একই। বহুদিন ধরে দুজনের মধ্যে মন কষাকষিও ছিল তীব্র।
খবরে প্রকাশ, বাস্তবে শুরহোজেলি লেইজেৎসু্ দলের সভাপতি হিসেবে প্রথমে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে গররাজি ছিলেন। কিন্তু এই পদের জন্য রিওর পথ মসৃণ হয়ে গিয়েছে দেখে কেবলমাত্র তাঁকে রুখতেই তিনি তাঁর মত বদল করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ড. শুইজেলি বিধানসভার সদস্য না হলেও তাঁকে ১১ নম্বর দক্ষিণ আঙ্গামি আসন থেকে বিজয়ী করার অঙ্গীকার করেছেন তাঁর সমর্থক বিধাকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *