মুম্বই, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : সবকিছু ঠিকমতো চললে আগামী বছর আগস্টেই ভারতের মাটিতে দৌড়বে হাইস্পিট ট্রেন টেলগো | গত বছর এপ্রিলেই মুম্বইয়ে এসে পৌঁছে গেছে স্পেনের কোম্পানি টেলগো-র হাইস্পিড ট্রেনের ৯টি বগি|
ভারতে টেলগোর অধিকর্তা এস নাথ জানিয়েছেন, রেল মন্ত্রকের সঙ্গে একটি চুক্তি করতে চাইছে টেলগো | ওই চুক্তি অনুযায়ী দেশের যে কোনও অংশে পাঁচশো কিলোমিটার লাইন টেলগোকে লিজে দেবে ভারতীয় রেল | সেই লাইনেই পরীক্ষামূলভাবে হাইস্পিড টেলগো চালানো হবে| ট্রেনের গতি হবে ঘণ্টায় আড়াইশো কিলোমিটার | এনিয়ে একটি প্রস্তাব রেলমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে |
টেলগোর ওই আধিকারিকের মতে, রেলমন্ত্রক যদি আগামী ৩১ মার্চের মধ্যে ওই লাইন টেলগোকে লিজে দেয় তা হলে ওই পথে ট্রেন চালানোর জন্য প্রয়োজনীর রেক স্পেন থেকে এসে যাবে আগামী বছর এপ্রিলের মধ্যে| এরমধ্যেই প্রয়োজনীয় পরীক্ষা সেরে নিয়ে অগাস্টই চালু হয়ে যাবে টেলগোর চলাচল| টেলগোর দেওয়া প্রস্তাব খতিয়ে রেখেছে রেলের তিন সদস্যের একটি টিম | ওই টিম রিপোর্ট দিলেই কাজে নেমে পড়বে স্পেনের এই কোম্পানি|
প্রসঙ্গত, বর্তমানে ভারতীয় রেলকে শুধুমাত্র হাইস্পিট কোচ সরবারহ করে টেলগো| এখন টেলগোকে তার নিজস্ব ট্রেন চালানোর অনুমতি দেওয়ার ওপরেই নির্ভর করছে সবকিছু| তবে নাথের মতে ভারতীয় রেলে ব্যবহৃত ইঞ্জিনের ক্ষমতা বেশ ভালো| সেই ইঞ্জিন ব্যবহার করে বর্তমান লাইনেই ভালো গতি পেতে পারে রেল|
2017-02-20