রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী, সূচনা করবেন রোটা ভাইরাস টিকাকরণ কর্মসূচীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা৷ ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরা সহ ৫ রাজ্যে এক সাথে রোটা ভাইরাস টিকাকরণ কর্মসূচীর সূচনা করবেন তিনি৷ ঐদিনই বিকেলে তিনি দিল্লি ফিরে যাবেন৷ মহাকরণ সূত্রে এই খবর জানা গেছে৷

সূত্রের বক্তব্য, ১৮ ফেব্রুয়ারি আসামের নয়গাঁওতে একটি হাসপাতালের ভূমি পূজা শেষ করে দুপুর একটা নাগাদ আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছাবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী৷ দুপুর তিনটে নাগাদ প্রজ্ঞাভবনে রোটা ভাইরাস টিকাকরণের জাতীয় কর্মসূচীর সূচনা করবেন৷ ত্রিপুরা সহ তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, রাজস্থান ও আসামে একত্রে এই কর্মসূচীর সূচনা হবে৷ সূত্র অনুসারে জানা গেছে, ঐদিন বাকি চার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন৷ তাছাড়াও থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব৷

সূত্রের আরো খবর, বিকেল পাঁচটা নাগাদ রাজ্য অতিথিশালায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বৈঠক করবেন৷ ঐ বৈঠকে রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে একটি মেমোরেনড্যাম তুলে দেবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী৷ পাশাপাশি সমস্ত বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনাও হবে৷ সূত্র অনুসারে জানা গেছে, রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের কেন্দ্রের আরো সাহায্যের দাবি জানাবে৷ রিজিওনাল ক্যান্সার হাসপাতাল ও জিবি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নেরও দাবি জানানো হবে৷ পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার আরো বিস্তার কিভাবে ঘটানো যায় সে বিষয়ে কেন্দ্রীয় সাহায্যের আর্জি জানানো হবে৷ কমিউনিটি হেলথ সেন্টার এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির মধ্যে অধিকাংশই বহু পুরনো৷ তাই রাজ্যের তরফে দাবি জানানো হবে সেগুলি সংস্কারের সাহায্য করার জন্য৷ এরই পাশাপাশি মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার জন্য রাজ্যে সেন্টার রাখার বিষয়টি আবারও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর নজরে আনবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী৷ সূত্রের খবর, তিনি জোরালো দাবি জানাবেন বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার কেন্দ্র যাতে রাজ্যে রাখা হয়৷

এদিকে, রোটা ভাইরাস টিকাকরণ কর্মসূচীর সূচনা করে তিনি রিজিওনাল ক্যান্সার সেন্টার এবং জিবি হাসপাতাল ও আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *