নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি, (হি.স.) : উড়ান ভরল দেশের দ্বাদশ আন্তর্দেশীয় যাত্রীবিমান সংস্থা জুম এয়ার । রবিবার প্রথম আকাশে উড়ল জুম এয়ারের বিমান । এদিন নয়াদিল্লি থেকে কলকাতা হয় দুর্গাপুর পৌঁছয় জুম এয়ারের প্রথম ফ্লাইট। আগামী ১৫ তারিখ দিল্লি থেকে দুর্গাপুর ফ্লাইটের মাধ্যমে বাণিজ্যিকভাবে শুভ সূচনা হবে জুম এয়ারের।
জুম এয়ারের প্রোমোটার জেক্সাস এয়ার সার্ভিসেস-এর তরফে জানানো হয়েছে, প্রথম দফায় দিল্লি-কলকাতা রুটের পাশাপাশি দিল্লি থেকে অমৃতসর, সুরাত ও ভাবনগরেও বিমান পরিষেবা চালু করার ভাবনা করছে তারা। এর জন্য তিনটি সিআরজে ২০০এলআর বিমান লিজ নেওয়া হয়েছে।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও কৌস্তভ মোহন ধর জানান, প্রতি বছর ১৮-২০ শতাংশ বৃদ্ধি করার ভাবনা রয়েছে তাঁদের। তিনি বলেন, দেশের বহু কম ব্যবহৃত বা অব্যবহৃত বিমানবন্দর ও ছোট শহরকেই টার্গেট করা হচ্ছে।
2017-02-12