লোক আদালতে তিন কোটি টাকার উপর আদায়

court-hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ উচ্চ আদালতের দুই নং কোর্ট সহ সারা রাজ্যে ৪৩টি আদালতে শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়৷ তাতে মোট ৩,৩১৫টি মামলার নিষ্পত্তি হয়েছে৷ নিষ্পত্তিকৃত মামলায় আদায় হয়েছে  ৩ কোটি ১৮ লক্ষ ৩৩ হাজার ১৩ টাকা৷ এদিন লোক আদালতে নিষ্পত্তির জন্য ১২ হাজার ১৬৭ টি মামলা নেওয়া হয়েছিল৷ এর মধ্যে অনাদায়ী ব্যাঙ্ক ঋণ ও অনাদায়ী টেলিফোন বিল সংক্রান্ত ৫৪৫ টি মামলার নিষ্পত্তিতে ২ কোটি ৩৯ হাজার ৮৮১ টাকা আদায় হয়েছে৷ এছাড়া যান দূর্ঘটনা, ট্রাফিক চালান, বৈবাহিক সমস্যা সংক্রান্ত, এন আই অ্যাক্ট সহ অন্যান্য লঘু মামলা এমন ২,৭৭০ টি মামলা মিলিয়ে মোট ৩ কোটি ১৮ লক্ষ ৩৩ হাজার ১৩ টাকা আদায় হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *