ইমফল (মণিপুর), ০৯ ফেব্রুয়ারি, (হি.স.) : আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে ‘হুইসেল’ প্রতীকচিহ্ন দাবি করেছে মানব অধিকার কর্মী ইরম শর্মিলার নতুন রাজনৈতিক দল পিপলস রিসার্জেন্স অ্যান্ড অ্যালায়েন্স। দলের আহ্বায়ক ইরেন্দ্র জানান, ইতিমধ্যে তাঁরা ভারতের নির্বাচন আয়োগের কাছে এ ব্যাপারে এক স্মারকপত্র পাঠিয়েছেন। তিনি জানান, ইরম শর্মিলার নেতৃত্বাধীন পিপলস রিসার্জেন্স অ্যান্ড অ্যালায়েন্স ‘টেইন ফর চেঞ্জ’ নামে এক নির্বাচনী অভিযান শুরু করেছে। এর মাধ্যমে যুব ভোটারদের মধ্যে আলোচনাচক্রের আয়োজন করে মাত্র দশ টাকা করে চাঁদা সংগ্রহ করা হচ্ছে।
এদিকে প্রাক নির্বাচনী হিংসায় মণিপুরে এখন পর্যন্ত এক থউবাল জেলায় তিন মহিলা আহত হওয়ায় খেদ ব্যক্ত করেছেন ইরম শর্মিলা। এখানে উল্লেখ করা যেতে পারে, ৬০ সদস্যের মণিপুর বিধানসভার নির্বাচন দুই স্তরে ৪ ও ৮ মার্চ অনুষ্ঠিত হবে।
2017-02-09