রাজপথে বিজেপির বিক্ষোভ মিছিল, বিধানসভার উপধ্যক্ষের কুশপুতুল দাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে

সোমবার আগরতলায় বিজেপি’র বিক্ষোভ মিছিল৷ নিজস্ব ছবি৷
সোমবার আগরতলায় বিজেপি’র বিক্ষোভ মিছিল৷ নিজস্ব ছবি৷

বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র করের বিরুদ্ধে মিছিল ও সভা সংগঠিত করেছে বিজেপি রাজ্য কমিটি৷ এদিন মিছিল শেষে উপাধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে৷ এরপর প্যারাডাইস চৌমুহনীতে আয়োজিত সভায় বিজেপি নেতৃবৃন্দ উপাধ্যক্ষ এবং রাজ্য সরকার ও শাসক দলের সমালোচনায় মুখর হয়েছেন৷  উপাধ্যক্ষের কুরুচিকর মন্তব্যের খন্ডন করার জন্য মুখ্যমন্ত্রীকে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে বিজেপি৷ দলের সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক শাসক দল এবং রাজ্য সরকারকে  রাজ্যের নানা সমস্যা নিয়ে তুলোধুনো করেছেন৷ উপাধ্যক্ষের মন্তব্য দেশবিরোধী এবং অপসংসৃকতির সামিল বলে তিনি কটাক্ষ করেছেন৷ তাঁর অভিযোগ, রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ বামফ্রন্ট সরকার প্রধানমন্ত্রীকে অযথা কালিমালিপ্ত করছেন৷ তিনি উপাধ্যক্ষের মন্তব্যের তীব্র বিরোধিতা করে এর জন্য ক্ষমা চাইতে হবে দাবি করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *