লখনউ, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : প্রত্যেক দিনই নিজের আগের অবস্থান থেকে সরে আসছেন মসনদ হারানো সমাজবাদী পার্টির নেতা তথা যাদব কুলপতি মুলায়ম সিং যাদব| সরাসরি বললে প্রত্যেক দিনই পাল্টি খাচ্ছেন মুলায়ম| বৃহস্পতিবার স্নেহময় পিতা হয়ে মুলায়ম বলেছিলেন, ছেলে অখিলেশের হয়ে উত্তরপ্রদেশ নির্বাচনে প্রচার করবেন| আর আজ শুক্রবার আবার ভাই শিবপালের হয়ে ব্যাট ধরলেন মুলায়ম| জানালেন, আগে শিবপালের হয়ে প্রচার করব, পরে অখিলেশের হয়ে| ১১ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার নির্বাচন| তার আগে ৯ ফেব্রুয়ারি শিবপালের হয়ে যশোবন্তনগরে প্রচার করবেন তিনি| এই কেন্দ্র থেকে গত চার বার নির্বাচিত হয়েছেন শিবপাল| কংগ্রেসসপা জোট মেনে নিতে পারেননি মুলায়ম| জোট ঘোষণার পরেই তিনি বলেন, জোটের হয়ে প্রচার করবেন না| কারণ, তাঁর মতে দল একাই জেতার ক্ষমতা রাখে| তাই কংগ্রেসের সঙ্গে জোট না হলেও চলত| কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার পরম্পরা রয়েছে সপার| তাই এই জোট তিনি মানেন না|
2017-02-04