সংসদে পূর্বোত্তরের রাজ্যগুলিকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন রাষ্ট্রপতি

North East India৷৷ অভিজিৎ রায়চৌধুরী৷৷ নয়াদিল্লি, ৩১ জানুয়ারি৷৷ রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ শেষ হবার আগে সংসদে অন্তিম বারের মতো ভাষণ দিলেন৷ তাঁর ভাষণে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগের উন্নয়নের বিষয়গুলি গুরুত্ব পেয়েছে৷ তিনি পূর্বোত্তরের রাজ্যগুলিকে ‘অষ্টলক্ষ্মী’ হিসেবে বর্ণনা দিয়েছে৷
নরেন্দ্র মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ মঙ্গলবার বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয়কক্ষে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি৷ যৌথ অধিবেশনের রাষ্ট্রপতি এইদন বলেছেন, গরিব, পীড়িত, দলিত ও বঞ্চিতদের জন্য প্রচুর কাজ করেছে এই সরকার৷ একইসঙ্গে ২০১৭-১৮ বাজেট অধিবেশনে ‘ঐতিহাসিক’ অ্যাখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ রাষ্ট্রপতি বলেছেন, ‘এটা একটা ঐতিহাসিক অধিবেশন৷ এই প্রথমবার সাধারণ বাজেটের দিনেই রেল বাজেট পেশ হবে৷’
লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে মোদি সরকারের সাফল্যের দিকগুলিই মূলত তুলে ধরেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ গরিব মানুষদের জন্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলে জানান রাষ্ট্রপতি৷ রাষ্ট্রপতির কথায়, ১৩ কোটি গরিব মানুষকে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হয়েছে৷ কৃষকদের উন্নয়নের জন্য আমাদের সরকার অনেক পদক্ষেপ করেছে৷ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় ২ লক্ষ কোটি মানুষকে ৫৬ কোটি ঋণ পাইয়ে দেওয়া হয়েছে৷ রাষ্ট্রপতির ভাষণে উঠে আসে মহিলাদের সশক্তিকরণের বিষয়টিও৷ নারীশক্তি জাগরণের কথা বলতে গিয়ে তিনি পিভি সিন্ধু, সাক্ষী মালিক, দীপা কর্মকারের নাম উল্লেখ করেছেন৷
যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি এদিন আরও বলেছেন, প্রধানমন্ত্রীর আহ্বাণে ১২০ কোটি মানুষ স্বেচ্ছায় ভর্তুকিযুক্ত এলজিপি ত্যাগ করেছেন৷ রাষ্ট্রপতির বত্তৃণতায় উঠে এসেছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, দীন দয়াল অন্ত্যোদয় যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রভৃতি বিষয়গুলিও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *