ভুবনেশ্বর, ৯ সেপ্টেম্বর (হি.স.): ওিড়শার আঙ্গুল জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ২১ জন যাত্রী| এর মধ্যে
ঘটনাস্থলেই মৃতু্য হয়েছে ১৪ জনের| বাকিরা হাসপাতালে মারা যান| গুরুতর আহত অবস্থায় আরও ৩০ জনকে আঙ্গুল টাউন এবং কটকের হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা সঙ্কটজনক| তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|
শুক্রবার সকাল ১০টা নাগাদ বৌধ থেকে আথামালিক যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মানিত্রি ব্রিজের দেওয়াল ভেঙে ৫০ ফুট নিচে পড়ে যায় যাত্রীবাহী বাসটি| ঘটনাস্থলেই মৃতু্য হয় ১৪ জন যাত্রীরা| বাকি ৭ জন যাত্রী হাসপাতালে মারা যান| মম৭ান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক| আহতদের বিনামূল্যে চিকিত্সার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি|
2016-09-10
