দেশের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করবে কংগ্রেস : মল্লিকার্জুন খাড়গে

রায়পুর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): দেশের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করবে কংগ্রেস। কংগ্রেসের ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশনে এই বার্তা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একইসঙ্গে ভারত জোড়ো যাত্রা প্রসঙ্গে খাড়গে বলেছেন, “ভারত জোড়া যাত্রা দেশের স্বার্থে সূর্যের আলো। হাজার হাজার মানুষ রাহুল গান্ধীর সঙ্গে হাত মিলিয়ে প্রমাণ করেছে যে কংগ্রেস এখনও তাঁদের হৃদয়ে আছে। তরুণদের অনুপ্রাণিত করেছেন রাহুল গান্ধী।”

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে খাড়গে বলেছেন, এই পূর্ণাঙ্গ অধিবেশন বন্ধ করতে আমাদের কর্মীদের বাসভবনে অভিযান চালিয়েছে বিজেপি। তাঁরা আমাদের কর্মীদের আটক করেছে। তা সত্ত্বেও আমরা এই অধিবেশন করছি। খাড়গে আরও বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে “জনবিরোধী” বিজেপি সরকারকে পরাজিত করতে সমমনভাবাপন্ন দলগুলির সঙ্গে জোটবদ্ধ হয়ে একটি কার্যকর বিকল্প গঠনের জন্য উন্মুখ কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *