Youths seriously injured : কৈলাসহরে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক ব্যাপক উত্তেজনা, প্রশাসন জারি করল ১৪৪ ধারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ শুক্রবার কৈলাসহরে শিবাজি সেনগুপ্ত নামে এক যুবকের পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় কৈলাসহর থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ হামলাকারী পলাতক বলে পুলিশ জানিয়েছে৷


এদিকে, শান্তিভঙ্গের আশঙ্কায় কৈলাসহর মহকুমার মহকুমা শাসক কৈলাসহর মহকুমায় আজ বিকাল ৫টা থেকে ৩১ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত সিআরপিসি-র ১৪৪ ধারায় কিছু বিধিনিষেধ আরোপ করেছেন৷ এই আদেশ অনুযায়ী ৫ জনের বেশি ব্যক্তির সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ তাছাড়াও কোনও ব্যক্তি লাঠি, তীর, ধনুক, ধার যুক্ত বাঁশ, সাইকেল চেইন, রড, ছুরি, আগ্ণেয়াস্ত্র, বিস্ফোরক ইত্যাদি বহন করতে পারবেন না৷ তবে এই আদেশ পুলিশ, বি এস এফ টি এস আর, আসাম রাইফেলস এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ক্ষেত্রে, মহকুমা শাসক, পুলিশ, বি এস এফ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, গুরুতর অসুস্থ ব্যক্তি যাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে অথবা স্বীকৃতপ্রাপ্ত ওষুধের দোকান থেকে জীবনদায়ী ওষুধ কেনার জন্য যাওয়া ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না৷ এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইপিসি-র ১৮৮ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷


এদিকে, সম্প্রতি সোস্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে ত্রিপুরায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টার বিরুদ্ধে তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন৷ এক ভিডিও বার্তায় শ্রীচৌধুরী বলেন, সম্প্রতি পানিসাগরের ঘটনাটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন৷ কোন মসজিদেই আগুন লাগানো হয়নি এবং এই ঘটনাকে কেন্দ্র করে সুবিধাবাদী স্বার্থান্বেষী মহল ত্রিপুরায় ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *