TSR jawan killed : উদয়পুরে পথদুর্ঘটনায় টিএসআর জওয়ানের মৃত্যু, আহত আরও এক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৯ অক্টোবর৷৷ উদয়পুরে পথদুর্ঘটনায় এক টিএসআর জওয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আহত হয়েছে অপর এক জওয়ান৷ বাইক দুর্ঘটনায় এক জনের মৃত্যু ও অপর একজন আহত হওয়ার সংবাদে সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে৷


আবারোও যান সন্ত্রাসের বলি এক কর্মরত টিএসআর জওয়ান৷মৃত টি এস আর জওয়ান এর নাম সুব্রত দেবনাথ ৷ ঘটনা উদয়পুর পল্টিরোড এলাকায়৷ঘটনার বিবরণে জানা যায় বনদুয়ারস্থিত টি এস আর ক্যাম্প থেকে বৃহস্পতিবার রাতে বাইকে করে অপর এক জওয়ান এর সাথে উদয়পুর বাজারে আসার সময় পল্টিরোড এলাকায় বাইক দুর্ঘটনা ঘটে৷এতে মারাত্মকভাবে সুব্রত দেবনাথ নামে এক টি এস আর জওয়ান আঘাত পায়৷ সাথে সাথে উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরকে খবর দিলে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা সঙ্গে সঙ্গে এসে আহত অবস্থায় সুব্রত দেবনাথ এবং অপর টি এস আর জওয়ানকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে থাকা কর্মরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর সুব্রত দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন৷


জানা যায়, সুব্রত দেবনাথের বাড়ি খোয়াইয়ে৷সুব্রত দেবনাথ রাধা কিশোর পুর থানায় কর্মরত ছিলেন৷ টি এস আর জওয়ান এর বাইক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ সহ রাধা কিশোর পুর থানার ওসি রাজীব দেবনাথ৷ শুক্রবার ময়না তদন্ত করার পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ পথদুর্ঘটনায় টিএসআর জোয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *