নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে আরও একটি সদর্থক পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। মেঘালয়ের শিলং ও অসমের ডিব্রুগড় সেক্টরের মধ্যে সূচনা হল সরাসরি বিমান পরিষেবা। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শিলং-ডিব্রুগড় সেক্টরের মধ্যে সরাসরি বিমান পরিষেবার সূচনা করেছেন। এরপরই কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আমরা উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।
শিলং ও ডিব্রুগড়ের মধ্যে সরাসরি বিমানের প্রতীক্ষা শেষ হল মঙ্গলবার। এদিন সকালে শিলং-ডিব্রুগড় সেক্টরের মধ্যে সরাসরি বিমান পরিষেবার সূচনা করার পর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, “চলতি বছরের সেপ্টেম্বর মাসে শিলং বিমানবন্দরে ৫ হাজারের বেশি যাত্রী গতিবিধি দেখা গিয়েছে। আমরা উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।”