দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনার কবলে লরি ও কন্টেনার, আহত দু’জন

কলকাতা, ২২ অক্টোবর (হি.স.): শুক্রবার ভোররাতে দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনার কবলে পড়ল একটি লরি ও কন্টেনার। কলকাতা থেকে হাওড়াগামী একটি কন্টেইনার বিদ্যাসাগর সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ডিভাইডার ও লাইটপোস্টে ধাক্কা মারে। এর ফলে কনটেইনারটি এক লেন থেকে অন্য লেনে চলে যায়। সেই সময় পেছন থেকে আসা অপর একটি লরি ওই কন্টেইনারের পেছনে ধাক্কা মারে। আহত হন গাড়িচালক ও অন্য একজন। দুর্ঘটনার জেরে লরিটির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার/ পায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *