আগরতলা, ২২ অক্টোবর (হি. স.) : কোভিড টিকাকরণে ১০০ কোটির মাইল ফলক ছুয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিরাট এই সাফল্যের জন্য ত্রিপুরায় বিজেপি যুব মোর্চা ধন্যবাদ রেলির আয়োজন করেছে। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে ওই রেলির সূচনা করেন ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য রামপ্রসাদ পাল, বিজেপির অসম ও ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা যুব মোর্চার ত্রিপুরা প্রভারী টিঙ্কু রায়।
প্রসঙ্গত, করোনা যুদ্ধে দেশে টিকাকরণ নতুন বিপ্লব এনেছে। মাত্র নয় মাসের ব্যবধানে ১০০ কোটি মানুষের টিকাকরণ সম্ভব হয়েছে। ভারতের এই সাফল্য বিশ্বের বহু উন্নত দেশকে চমকে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের জন্য টিকা প্রস্তুতকারক সংস্থা, স্বাস্থ্য কর্মী ও সমগ্র দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। সারা দেশের সাথে ত্রিপুরাতেও করোনার বিরুদ্ধে যুদ্ধে টিকাকরণ ইতিহাস রচনা করেছে।
ত্রিপুরায় এখন পর্যন্ত ৪০ লক্ষ ২১ হাজার ৭০৬টি করোনার টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে ১৫ লক্ষ ১৮ হাজার ৯১৬ জনের সম্পুর্ন টিকাকরণ সম্পন্ন হয়েছে। অন্তত টিকার একটি ডোজ নিয়েছে এমন মানুষের সংখ্যা ২৫ লক্ষ ২ হাজার ৭৯০। ত্রিপুরা ১০০ শতাংশ সম্পুর্ন টিকাকরণে খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। গতকালও সারা ত্রিপুরায় ১১ হাজার ৪৩৩ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ৮ লক্ষ ৫ হাজার ৪৫০টি টিকার ডোজ ত্রিপুরায় মজুত রয়েছে।
আজ আগরতলায় যুব মোর্চার ধন্যবাদ রেলি শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক টিঙ্কু রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অক্লান্ত পরিশ্রমে করোনার বিরুদ্ধে যুদ্ধে টিকাকরণে ১০০ কোটির মাইল ফলক অতিক্রম করা সম্ভব হয়েছে। তেমনি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের যোগ্য নেতৃত্বে রাজ্যে ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীকে টিকাকরণ সম্ভব হচ্ছে। তাই, আজ বিজেপি যুব মোর্চা ওই সাফল্যের জন্য ধন্যবাদ রেলির আয়োজন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং করোনা যোদ্ধাদের এই রেলির মাধ্যমে ধন্যবাদ জানানো হচ্ছে। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে যুব মোর্চার সুবিশাল বাইক মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে।
2021-10-22