চিকিৎসা সমস্যা দূরীকরণে বড় ভূমিকা পালন করবে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন : মোদী

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): দরিদ্র ও মধ্যবিত্তদের চিকিৎসা সমস্যা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। সোমবার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনার পর এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে মোদী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত-ডিজিটাল মিশন এখন থেকে সমগ্র দেশের হাসপাতালের ডিজিটাল হেলথ সমাধানগুলিকে একে অপরের সঙ্গে সংযুক্ত করবে। দেশবাসী এখন একটি ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র পাবেন। সমস্ত নাগরিকের হেলথ রেকর্ড সুরক্ষিত থাকবে।

সোমবার ভার্চুয়ালি আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনার পর প্রধানমন্ত্রী বলেছেন, “প্রযুক্তির মাধ্যমে রোগীদের দেশের হাসপাতালের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে আয়ুষ্মান ভারতের দ্বারা যে কাজ হয়েছে, তা আরও সম্প্রসারিত হচ্ছে এবং শক্তিশালী প্রযুক্তি প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “রেশন থেকে প্রশাসন, ইউপিআই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।…১১৮ কোটি মোবাইল গ্রাহক, প্রায় ৮০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী এবং প্রায় ৪৩ কোটি ‘জন ধন’ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিশ্বের কোথাও এত বড় ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাওয়া যাবে না।”

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ। বিগত ৭ বছর ধরে ভারতের স্বাস্থ্য সুবিধা জোরদার করার অভিযান একটি নতুন পর্যায়ে প্রবেশ করল। সাধারণ নয়, অসাধারণ পর্যায় একটি।” মোদী বলেছেন, “আজ একটি নতুন মিশনের শুভারম্ভ হল, ভারতের স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার ক্ষমতা রাখে এই মিশন। ৩ বছর আগে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়ন হয়েছিল। আজ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, এজন্য ভীষণ আনন্দিত।” দেশব্যাপী টিকাকরণ অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “বিনামূল্যে ভ্যাকসিন অভিযানের মাধ্যমে ভারত প্রায় ৯০ কোটি ভ্যাকসিনের ডোজ দিয়েছে, তৈরি হয়েছে রেকর্ড। শংসাপত্রও দেওয়া হয়েছে, এই অর্জনের জন্য কোউইন-কেও কৃতিত্ব দিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *