বার্সেলোনা, ২৭ সেপ্টেম্বর (হি.স) : চোট সারিয়ে প্রায় এক বছর পর মাঠে ফিরেই নায়ক। কিংবদন্তির ছেড়ে যাওয়া ১০ নম্বর জার্সি গায়ে চাপানো ন্যু ক্যাম্পের নতুন নায়ক আনসু ফাতি। লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে জয়ে ফিরল বার্সেলোনা। গোল করেন মেম্ফিস দেপাই, ডি জং এবং আনসু ফাতি। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠস্থানে উঠে এল বার্সেলোনা।
হাঁটুর চোট সারিয়ে ৩২৩ দিন পর মাঠে ফিরলেন লিওনেল মেসির জার্সির উত্তরসূরী হয়ে। ম্যাচের ৮২ মিনিটে লুক ডি জংয়ের পরিবর্তে নামেন আনসু ফাতি। বছর আঠারোর ফুটবলারের ওপর পাহাড় প্রমাণ চাপ ছিল। প্রায় এক বছর পর প্রত্যাবর্তন, তারওপর মেসির জার্সি, কিন্তু মাঠে নামার দশ মিনিটের মধ্যেই গোল করে বুঝিয়ে দিলেন মেসির ছেড়ে যাওয়া দশ নম্বর জার্সির উত্তরসূরী হতে পারেন তিনিই।
ম্যাচের ৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন মাম্ফিস দেপাই। ১৪ মিনিটে ডেস্টের পাস থেকে ব্যবধান বাড়ান লুক ডি জং। কিন্তু ম্যাচের পারফেক্ট মোমেন্টটা যেন তোলা ছিল শেষ দশ মিনিটের জন্য। ৮২ মিনিটে জংয়ের পরিবর্ত ফুটবলার হিসেবে নামেন ফাতি। ৯১ মিনিটে বার্সেলোনার বিস্ময় বালকের গোল। সুপারসাব ফাতির গোলে স্কোরলাইন ৩-০। মেসির জার্সিতে নতুন নায়কের উত্থান দেখল ন্যু ক্যাম্প।