টেস্ট ক্রিকেটকে বিদায় মঈন আলির, ১৯৫টি উইকেট রয়েছে অল-রাউন্ডারের ঝুলিতে

লন্ডন, ২৭ সেপ্টেম্বর (হি.স.): টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের অল-রাউন্ডার মঈন আলি। সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ফলে ইংল্যান্ডের হয়ে সাদা জার্সিতে আর দেখা যাবে না মঈন আলিকে। বিবৃতিতে অবসর ঘোষণা করে মঈন আলি জানিয়েছেন, “এখন আমার বয়স ৩৪। যতদিন সম্ভব ক্রিকেট খেলে যেতে চাই এবং খেলাটাকে উপভোগ করতে চাই। টেস্ট ক্রিকেট খেলে অসাধারণ লেগেছে। টেস্ট ক্রিকেট খুব ভাল ভাবে উপভোগ করেছি। কিন্তু এই ফরম্যাটের যে চাহিদা সেটা হয়তো এই বয়সে আর নিতে পারব না।” মঈন আরও জানান, “দিনের শুরুতে বাকি সতীর্থদের সঙ্গে পা মিলিয়ে মাঠে নামাটা খুব মিস করব। বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে স্নায়ুর চাপ সামলে বোলিং করার যে মজা, সেটা আর পাব না।”

২০১৪ সালে প্রথম বার ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেন মঈন আলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডসে অভিষেক হয় তাঁর। দেশের হয়ে ৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। শেষ ম্যাচ ওভালে ভারতের বিরুদ্ধে। ৬৪টি ম্যাচে ব্যাট হাতে ২৯১৪ রান করেছেন তিনি। পাঁচটি শতরান এবং ১৪টি অর্ধশতরান রয়েছে। বল হাতে ১৯৫টি উইকেট নিয়েছেন। পাঁচ বার ইনিংসে পাঁচ উইকেট এবং এক বার ম্যাচে দশ উইকেট রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *