New Advocate General : রাজ্যে নতুন এডভোকেট জেনারেল নিয়োগের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের এডভোকেট জেনারেল পদে নতুন নিয়োগ হতে পারে বলে জানা গিয়েছে৷ রাজ্য সরকার বর্তমান এডভোকেট জেনারেল সির্ধান্ত শংকর দেবের সম্পর্কে খুব বেশী ভরসা করতে পারছেন না বলে সূত্রটি জানিয়েছে৷ সিধার্থ শংকর দেব আগে অসমের এডভোকেট জেনারেল পদে ছিলেন৷ সম্প্রতি কয়েকটি মামলার ক্ষেত্রে এডভোকেট জেনারেলের কারণে সরকারকে বেকায়দায় পড়তে হয়েছে৷ এই বিষয়ে সরকারী স্তরে বিরূপ সমালোচনার খবর পাওয়া গিয়েছে৷


অপর একটি বিশেষ নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে রাজ্যের একজন বরিষ্ট আইনজীবী তিনি সদস্য কংগ্রেস ত্যাগী তিনি এডভোকেট জেনেরেলে পদে বসতে ধরাধরি শুরু করেছেন৷ খুব সহসাই নতুন এডভোকেট জেনারেল নিয়োগের সম্ভাবনা আছে৷ জানা গিয়েছে, নির্বাচনের আর বেশী দিন বাকি নেই বলে সরকার আইন দিকটিকে শক্তিশালী করার বিষয়টি অনুভব করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *