নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় আগরতলার অরুন্ধতীনগরস্থিত ড্রপ গেইটে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২তম রাজ্যভিত্তিক জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুুভাষ দেব, তথ্য ও সংসৃকতি দপ্তরের উপধিকর্তা বিপুল কুমার দেববর্মা, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্যগণ এবং তথ্য ও সংসৃকতি দপ্তরের অন্যান্য আধিকারিকগণ৷ অতিথিগণ এখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মর্মর মূর্তিতে পুপার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ অনুষ্ঠানে রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুুভাষ দেব সমাজ সংস্কারক পণ্ডিত বিদ্যাসাগরের জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷