One person tried to commit suicide : নেশার টাকা না পেয়ে কিটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৬ সেপ্ঢেম্বর৷৷ মদ্য পানের টাকা না পাওয়াতে স্ত্রীর উপর অভিমানে কীটনাশক এলড্রিন খেয়ে আত্মহত্যার চেষ্টা এক গৃহস্বামীর৷আহত গৃহস্বামীর নাম রুপক দে(৪৫)৷ বাড়ি ধর্মনগর থানাধীন পদ্মপুরের মাধবপুর এলাকায়৷সানীয় দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে অচৈতন্য অবস্থায় গৃহস্বামীকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে৷বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার ধর্মনগর থানাধীন পদ্মপুরের মাধবপুর এলাকার সানীয় বাসিন্দা রুপক দে(৪৫) রবিবার বিকেল নাগাদ এলড্রিন খেয়ে ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে পায় তার স্ত্রী৷ স্ত্রী বেবি দে স্বামীকে অচৈতন্য অবস্থা দেখে চিৎকার চেচামেচি শুরু করলে ছুটে আসেন আশপাশের লোকজন৷খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে৷ দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে গৃহস্বামী রুপক দে কে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যথারীতি রুপক দের পেঠ থেকে এলড্রিন বের করে চিকিৎসা শুরু করে দেন৷তবে বর্তমানেও গৃহস্বামী রুপক দে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷


এদিকে স্ত্রী বেবি দে জানান, স্বামী রুপক দে পেশায় একজন রাজ মিস্ত্রি৷ স্ত্রী বেবিও গৃহপরিচারিকার কাজ করেন৷ কিন্তু বেশ কিছু বছর যাবৎ স্বামী মদ্যপানে আসক্ত হয়ে পড়ে৷ কাজকর্ম বাদ দিয়ে সারাক্ষণ মদের নিজে ডুবে থাকে স্বামী, বলে স্ত্রীর অভিযোগ৷ তাছাড়া রবিবার দিন মদ্যপানের জন্য স্বামী রুপক স্ত্রীর নিকট টাকা চেয়েছিল৷ কিন্তু স্ত্রী স্বামীকে মদ্যপানের জন্য টাকা না দেওয়াতে স্ত্রীর উপর অভিমান করে কীটনাশক এলড্রিন খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল স্বামী৷ অপরদিকে ধর্মনগর থানার পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *