এনএসএস-এর আদর্শিক অভিমুখ গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): বিভিন্ন ক্ষেত্রে দুর্দান্ত অবদানের জন্য ৪২ জন প্রাপককে ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) অ্যাওয়ার্ড প্রদান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একইসঙ্গে রাষ্ট্রপতি জানালেন, ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস)-এর আদর্শিক অভিমুখ মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত। ২০১৯-২০২০ বছরের জন্য শুক্রবার ৪২ জন প্রাপককে ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) অ্যাওয়ার্ড প্রদান করেছেন রাষ্ট্রপতি। ৪২ জন প্রাপককে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয়েছে, যেমন বিশ্ববিদ্যালয়, ২ কাউন্সিল, এনএসএস ইউনিট ও তাঁদের প্রোগ্রাম অফিসার এবং এনএসএস স্বেচ্ছাসেবকদের।

রাষ্ট্রপতি ভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। দিল্লির সুষমা স্বরাজ ভবন থেকে তাঁরা অংশ নেন। এদিন রাষ্ট্রপতি বলেছেন, “যে সমাজ সার্বিকভাবে মহিলাদের ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী জীবনের প্রতি ক্ষেত্রে সুযোগ প্রদান করে সেটাই হল প্রগতিশীল সমাজ।…ভারতকে তরুণ দেশ বলা হয়। সমস্ত পুরষ্কারপ্রাপকদের অভিনন্দন।” কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “পুরষ্কারপ্রাপকদের সংখ্যাই (১/৩ নারী ও মেয়ে) বুঝিয়ে দিচ্ছে, দেশ গঠনে মহিলারা ব্যাপক ভূমিকা পালন করছেন। প্রায় ৪০ লক্ষ এনএসএস স্বেচ্ছাসেবক বিভিন্ন ক্ষেত্রে সমাজের সেবা করছেন।”