Messi made his debut : আজ পিএসজির ঘরের মাঠে অভিষেক মেসির

প্যারিস, ১৯ সেপ্টেম্বর (হি.স) : ফুটবল বিশ্বকে চমকে দিয়ে প্যারিস সা জারমাঁয় এসেছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। বার্সেলোনা ছাড়া অন্য ক্লাবের জার্সি পরে তাকে মাঠে নামতে দেখলেই চোখ কচলাচ্ছেন ফুটবল অনুরাগীরা। নতুন ক্লাবের হয়ে দুটো ম্যাচ খেলা হয়ে গেলেও মেসির পা থেকে গোল আসেনি। আজ রবিবার পার্ক দেস প্রিন্স অর্থাত্‍ পিএসজির ঘরের মাঠে প্রথম বার নামবেন আর্জেন্টাইন মহাতারকা।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে নেইমার-মেসি-এমবাপে ত্রিফলা নামিয়েও বেলজিয়ান ক্লাব ব্রগের কাছে আটকে গিয়েছে প্যারিস সা জরমাঁ। নতুন ক্লাবের হয়ে মেসির প্রথম গোলটি আসতে পারত ওইদিনই। আর্জেন্টাইন মহাতারকার শট ক্রসবারে লেগে প্রতিহত হওয়ায় শূণ্য হাতেই ফিরতে হয়েছে তাকে। আজ লিঁও’র বিরুদ্ধে ঘরের মাঠে গোল করে খাতা খুলতে চাইবেন মেসি।
ম্যাচের আগে আশঙ্কার কথা শুনিয়েছেন পিএসজি কোচ মৌরিসিও পচেত্তিনো। মেসিদের কোচ জানান চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন এমবাপে। বাকি দলের সঙ্গে অনুশীলন করলেও লিঁওর বিরুদ্ধে ফ্রেঞ্চ স্ট্রাইকার মাঠে নামতে পারবেন কিনা বিবেচনা করে দেখবে পিএসজি।