নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২ সেপ্ঢেম্বর৷৷ নেশা কারবারি মাফিয়া কর্তৃক সাংবাদিককে প্রানে মারার হুমকির পরিপ্রেক্ষিতে গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিকের সাথে দেখা করল মহকুমা সাংবাদিকরা৷ আজ গন্ডাছড়া মহকুমা প্রেস ক্লাবের সভাপতি রবি সিং এর নেতৃত্বে মহকুমা কর্মরত সাংবাদিকরা মহকুমা পুলিশ আধিকারিক দসিরাম রিয়াং এর সাথে দেখা করে অভিযুক্ত নেশা কারবারি দীপশান্ত চাকমার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান৷
উল্লেখ্য গতকাল গন্ডাছড়া থানার পুলিশ নেশা কারবারি মাফিয়া হিসাবে পরিচিত দীপশান্ত চাকমাকে হাতে নাতে ধরে গন্ডাছড়া থানায় নিয়ে আসে৷ নেশা কারবারি মূল মাষ্টার মাইন পুলিশের হাতে ধরা পড়েছে এই খবর পেয়ে সাংবাদিক নারায়ন ত্রিপুরা তার পেশাগত দায়িত্ব পালন করতে গন্ডাছড়া থানায় ছুটে যায় এবং নেশা কারবারির ছবি ক্যামেরা বন্দী করতে গেলে সাংবাদিককে পুলিশের সামনেই ভয় হুমকি দিতে থাকে৷ এমনকি খবর করা হলে সাংবাদিককে প্রানে মারার হুমকি দেয়৷ থানা সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে গন্ডাছড়া থানায় গাড়ি চুরি, মোটর সাইকেল চুরি সহ বেশ কিছু চুরির মামলা রয়েছে৷ গন্ডাছড়া থানার পুলিশ তার বিরুদ্ধে কঠোর কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না৷ নেশা কারবারি দীপশান্ত চাকমার তান্ডবে গোটা মহকুমা এলাকার মানুষ এক আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে৷ এমতাবস্থায় সাংবাদিকরা সহ গোটা এলাকার মানুষ তার কঠোর শাস্তির দাবি জানান৷