শব্দদূষণ রুখতে সচেতনতামূলক কর্মসূচি — উইমেন্স কলেজ এন.এস.এস ইউনিটের উদ্যোগে

আগরতলা, ১০ অক্টোবর:

উইমেন্স কলেজ এন.এস.এস ইউনিট ও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হলো শব্দদূষণের কুফল বিষয়ে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি।

এদিন কলেজের এন.এস.এস স্বেচ্ছাসেবীরা শহরের বিভিন্ন মোড়ে ও ব্যস্ত এলাকায় পথচলতি মানুষের মধ্যে শব্দদূষণ সম্পর্কিত লিফলেট বিতরণ করেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে শব্দদূষণের মারাত্মক প্রভাব সম্পর্কে সচেতন করা।

স্বেচ্ছাসেবীরা জানান, বর্তমান সময়ে যেকোনো শুভ অনুষ্ঠান, পূজা-পার্বণ বা প্রচারমূলক কর্মকাণ্ডে অতিরিক্ত শব্দবহুল বাজি, পটকা ও ডিজে ব্যবহারের কারণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হচ্ছে। এতে পরীক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে, দুর্বল হার্টের রোগীদের চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে। এমনকি, দীর্ঘমেয়াদি শব্দদূষণ মানুষের মস্তিষ্কের ধারণক্ষমতা হ্রাস করছে বলেও মত প্রকাশ করেন কলেজের ছাত্রী ও অংশগ্রহণকারীরা।

এদিনের এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সমাজে শব্দদূষণ রোধে সকলে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।