আগরতলা, ১০ জুন : রাতের আঁধারে লক্ষ্মীনারায়ণ বাড়ির শিব মন্দিরে চোরের দল হানা দিয়েছে। প্রণামী বাক্সের তালা ভেঙে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল। চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই জনমনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে পুরোহিত মন্দিরে গিয়ে দেখতে পায় মন্দিরের দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে। সাথে সাথেই পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং দরজা খুলতেই দেখা যায় প্রণামী বক্স ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়েছে চোরের দল। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।