হাপুরে শ্বশুরবাড়িতে ডাকাতি: প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে ১৬.৫ লাখ টাকার সোনা ও নগদ লুট করলেন বধূ, ধৃত ৩

হাপুর, ১০ জুন: শ্বশুরবাড়ির বাড়িতে ডাকাতির ঘটনায় এক গৃহবধূ, তাঁর প্রেমিক ও আরও একজনকে গ্রেফতার করেছে হাপুর পুলিশ। ঘটনায় উদ্ধার হয়েছে প্রায় ১৫ লাখ টাকার সোনার গয়না, ১.৫ লাখ টাকা নগদ ও একটি মোটরসাইকেল। পুলিশ জানিয়েছে, ৭ জুন হাপুর জেলার এক বাড়িতে এলআইসি এজেন্ট সেজে দুই ব্যক্তি প্রবেশ করে লুটপাট চালায় বলে অভিযোগ উঠে। তখন গৃহবধূ অনামিকা ও তাঁর সন্তানদের অচেতন করে লুট চালানো হয়েছিল বলে অভিযোগ জানানো হয়।

তবে তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। পুলিশের দাবি, গৃহবধূ অনামিকা ওরফে নেহা নিজেই পরিকল্পনা করে তাঁর প্রেমিক নিগমের সঙ্গে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছেন। প্রাথমিকভাবে পুলিশকে ভুল তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও প্রযুক্তিগত প্রমাণ ও পুলিশি তৎপরতায় আসল ঘটনা ফাঁস হয়ে যায়।

হাপুরের পুলিশ সুপার জ্ঞানঞ্জয় সিং জানিয়েছেন, পুরো ঘটনার পেছনে অনামিকারই মূল পরিকল্পনা ছিল। গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পুলিশের এই সফল অভিযান হাপুরে অপরাধ নিয়ন্ত্রণে একটি বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *