বাসে পাস ভাড়াবৃদ্ধি নিয়ে প্রতিবাদে আটক কেভি কবিতা

হায়দ্রাবাদ, ১০ জুন : বাসে পাস ভাড়াবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বাস ভবন ঘেরাও করতে গিয়ে আটক হলেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) এমএলসি কেভি কবিতা ও তাঁর সমর্থকেরা। তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (টিজিএসআরটিসি) সোমবার ছাত্রদের বাসে পাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে কবিতার নেতৃত্বাধীন বিআরএসের সাংস্কৃতিক শাখা ‘তেলেঙ্গানা জাগৃতি’ বাস ভবনের সামনে ধর্নার ডাক দেয়।

কবিতা ও তাঁর সমর্থকেরা বাস ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাঁদের গেটের বাইরে আটকে দেয়। তাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কবিতা রাস্তায় বসে পড়ে জানান, সরকার বাসে পাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে।

প্রতিবাদীরা কংগ্রেস সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন। সাংবাদিকদের কবিতা বলেন, “সরকার ছাত্রদের ওপর আর্থিক বোঝা চাপিয়েছে।” পরে পুলিশ কবিতা ও অন্যান্য প্রতিবাদীদের আটক করে এবং কাঁচনবাগ থানায় নিয়ে যায়। তেলেঙ্গানা জাগৃতির বহু কর্মী সেখানে গিয়ে তাঁর প্রতি সংহতি জানান।

এদিকে, বিআরএসের ছাত্র শাখা বিআরএসভি-ও বাস ভবনের সামনে প্রতিবাদ দেখায়। তারা অবিলম্বে বাসে পাসের ভাড়াবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানায়। দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদীরা গেট টপকানোর চেষ্টা করেন, পুলিশ তাঁদেরও আটক করে।

টিজিএসআরটিসি জানিয়েছে, ছাত্র বাস পাস সহ সব ক্যাটেগরিতে ২০-৩০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। সংস্থার দাবি, গত তিন বছর ছাত্র বাস পাসের ভাড়া বাড়ানো হয়নি। এখন হায়দ্রাবাদ ও ওয়ারাঙ্গলে চার কিলোমিটার পর্যন্ত ছাত্র বাস পাসের ভাড়া ১৫০ টাকা থেকে বেড়ে ২২৫ টাকা হয়েছে। মাসিক সাধারণ ছাত্র বাস পাসের ভাড়া ৪০০ টাকা থেকে বেড়ে ৬০০ টাকা হয়েছে।

টিজিএসআরটিসি আরও জানিয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ প্রতিবছর টোল প্লাজা ইউজার চার্জ বাড়ায়। এতদিন সংস্থা নিজেরা এই বাড়তি খরচ বহন করছিল। এবার তা টিকিটে যোগ করা হবে। তবে শহর ও শহরতলির বাস পরিষেবায় এর প্রভাব পড়বে না, কারণ শহরের মধ্যে কোনও টোল প্লাজা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *