নয়াদিল্লি, ৯ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ১৪০ কোটিরও বেশি ভারতীয়ের আশীর্বাদ ও সম্মিলিত অংশগ্রহণে দেশ গত ১১ বছরে নানা ক্ষেত্রে দ্রুত পরিবর্তনের সাক্ষী হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রচেষ্টা’ এই মূলমন্ত্রকে ধারণ করে এনডিএ সরকার গতি, ব্যাপকতা এবং সংবেদনশীলতার সঙ্গে উল্লেখযোগ্য রূপান্তর ঘটিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এই সময়ে অর্থনৈতিক অগ্রগতি থেকে সামাজিক উন্নয়ন পর্যন্ত সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভারত আজ শুধুমাত্র বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি-ই নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ডিজিটাল উদ্ভাবন-এর মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতেও এক সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক কণ্ঠস্বর হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী মোদি এও বলেন, “আজকের ভারত নতুন আশায়, আত্মবিশ্বাসে এবং ‘উন্নত ভারত’ গড়ার সংকল্পে এগিয়ে চলেছে।”
তিনি দেশের সাধারণ মানুষকে নমো অ্যাপে উপলব্ধ ভিডিও, ইনফোগ্রাফিকস ও প্রবন্ধের মাধ্যমে ভারতের এই উন্নয়ন যাত্রার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।