আগরতলা, ৯ জুন : কংগ্রেস নেতা শাহজান ইসলামের বাড়িতে হামলার প্রতিবাদে সোনামুড়া থানার সামনে জেলা কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ দেখিয়েছেন নেতা-কর্মীরা।
সাংবাদিকদের মুখোমুখি জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী বলেন, কংগ্রেসের যুব নেতা শাহজান ইসলামের উপর হামলা এবং তার বাড়ি ঘর আসবাবপত্র ভাংচুর করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারী। পাশাপাশি, প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এবং কংগ্রেসের সিডব্লিউসির মেম্বার বিধায়ক সুদীপ বর্মনের উপর হামলাও চালিয়েছে। এরই প্রতিবাদে আজ প্রদেশ কংগ্রেসের নির্দেশে সোনামুড়ায় জেলা কংগ্রেসের উদ্যোগে নিন্দা জানিয়ে সোনামুড়া থানা সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী সহ অন্যান্যরা