BRAKING NEWS

সভামঞ্চ থেকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা মিঠুনের

উত্তর দিনাজপুর, ১৯ এপ্রিল, (হি.স.): ‘আমাদের প্রতিপক্ষ দল কি দুর্নীতিগ্রস্ত?’ কালিয়াগঞ্জের সভা থেকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করলেন বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী।

উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘কয়লা, গরু, বালি, রেশন পাচার করে?’ সজোরে উত্তর আসে, ‘হ্যাঁ।’ এর পরই ‘মহাগুরু’-র পরামর্শ,’কন্যাশ্রী-সহ যেখানে যা টাকা দিচ্ছে নিয়ে নিন, তারপর বিজেপি-কে ভোট দিন। এ বার বিজেপি ৪০০ পার হলে সুখবর শোনাবেন প্রধানমন্ত্রী।’

বৃহস্পতিবার ইসলামপুরের সভায় মিঠুনকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন দুর্নীতি-অস্ত্রে তাঁর দলকে পাল্টা শানালেন অভিনেতা রাজনীতিবিদ। মুখ্যমন্ত্রী রায়গঞ্জেরই ইসলামপুরের সভায় বলেছিলেন, ‘এই মিঠুনকে আমি রাজ্য়সভা সাংসদ করেছিলাম। কিন্তু জানতাম না, ও বাংলার আর এক জন বড় গদ্দার। আরএসএস-র অফিসে গিয়ে মাথা নিচু করে এসেছিল, শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য।’

পাল্টা ‘মহাগুরু’-র মুখে শোনা যায়, ‘আমি গদ্দার, আমি ভদ্দার, আমি সর্দার।’ মানুষ যে সমস্ত অভিযোগের জবাব দেবেন, সে কথাও বলেছিলেন বলি-তারকা। এদিন কালিয়াগঞ্জের সভায় অবশ্য আর আত্মরক্ষা নয়, সোজা আক্রমণাত্মক খেলতে দেখা গেল মিঠুনকে। প্রতিপক্ষ দলের বিরুদ্ধে একদিকে যেমন দুর্নীতির অভিযোগ শানালেন, অন্য দিকে তেমনই সাধারণ মানুষকে তাঁর পরামর্শ যেখানে যা প্রকল্পে যত টাকা দিচ্ছে নিয়ে নিন। তবে ভোট যেন পদ্মচিহ্নে পড়ে, আহ্বান তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *